Information

Bhasai Prakash




ভাষার কি বাবা-মা হয়  ! 
জানিনে বাপু  । 
শুধু জানি যে শব্দ দিয়ে মনের ভাব খানার প্রকাশ ঘটে সেটাই ভাষা  । 
তোমাদের কাছে ভাষার কি রঙ হয় জানিনে। 
আমার কাছে ভাষার রঙ কখনো সাদা কখনো কালো  । 
শিশু যখন মা বলে ডাকে  , 
নামতা পড়ে  , কিম্বা খেলার ছলে গল্প বলে  , 
তখন সাদা রঙের ভাষা ফুটে উঠে তার ঠোঁটের ফাঁকে  । 
ভাষা কলো রঙ ধরে তখন  , 
যখন নেতা-নেত্রী মিথ্যা প্রতিশ্রুতি দেয়  , পরে উল্টো পথে চলে  , অন্যের কাঁধে বন্দুক রাখে আর নিজে শিকার করে তখন ভাষা হয় কালো  । 
ভাষার কখন রক্তিম  ! 
মনে হয় যখন প্রতিবাদ হয়  , 
দাবি আদায় করতে পথ চলে মিছিল  , দৃপ্ত হয় কন্ঠ  , মুষ্টিবদ্ধ হয় হাত  , জোট বাঁধে মানুষ তখন ভাষা হয় রক্তিম বর্ণ  । 
মানুষ যখন ভালোবাসে তখনই বোধহয় ভাষা সবুজ রঙ গায়ে মাখে  আর মৃত্যুর সাথে সাথে ভাষা হয় নীল  । 
আমার ভাষা এতো রঙ ধরে  । 
তোমাদের ভাষার রঙ কি  ???