Information

Horror Story Competition




গল্প পাঠানোর জন্য এই লিঙ্ক এ ক্লিক করুনঃ https://bit.ly/48rUXjF

ভূত চতুর্দশী, চৌদ্দ প্রদীপ, Halloween- এই শব্দগুলির সঙ্গে ওতপ্রোতাবে জড়িয়ে আছে গা ছমছমে এবং শিহরণ এক উপভোগ্য ভয়ের আবহ। ভূত বললেই বাঙালি মননে ভেসে ওঠে মামদো,  ব্রহ্মদৈত্য, শাকচুন্নি, স্কন্দ কাটাদের কথা। বহু বছর আগে থেকে আমাদের সাহিত্য ও মননে স্থান করে নিয়েছে এরা। 
তাই এবারে garhbetainfo.com নিয়ে এসেছে ইভেন্ট "দেশি ভুতের দশ দশা"- একটি ভুতের গল্প লেখার প্রতিযোগীতা। 
 
কি করতে হবে:
১. ওয়েবসাইট এ গিয়ে দেওয়া লিংক এ গিয়ে স্বরচিত গল্প এবং কিছু তথ্য জমা দিন।
2. আপনার জমা করা লেখা গড়বেতা ইনফো-র পেজে প্রকাশ করা হবে।
3. আপনার জমা দেওয়া লেখা পেজে ভিজিট কাউন্ট এর ভিত্তি তে হবে। 
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ১৫/১১/২০২৪- পূর্ণিমার রাত।