Information

Nishtobdhota




নিস্তব্ধতা
 
আগুন ধরে আছে বুকে প্রচুর আবেগি হওয়ার, 
নেশায় নেশায় প্রতিদিন এগিয়ে যাচ্ছি সেই গাংচিলের মতো,,
 আরো বেশী আকাশ ছোঁয়ার জন্যে।
 
দুপুর হওয়ার আগেই চলে আসো, 
কোনো চাহিদা, 
কোনো ক্ষুধা,
কোনো পরিচিত তৃষ্ণা মেটাতে।
 
ধীরে ধীরে পরিচয় হয়ে গেছে আমার সাথে,
গল্প করার নেশায়।
সুখ-দুঃখের কিছু অবদমিত আশা স্বপ্নের সাথে,
শিউলি যেমন রাতে ফোঁটে নিস্তব্ধ অন্ধকারে--
আর মাটিতে পড়ে ঘর উঠোন সুগন্ধে ভরিয়ে দেয়! 
ঠিক সেভাবেই গল্পগুলো হয় নিস্তব্ধতায়। 
কখনও কখনও  মনেহয়,, 
আমরা কথা বলতে জানিনা।
চলছি তবুও আগুন ছুঁয়ে।
 
যাইহোক,, 
অপরিচিতের ভীড়ে গৃহনির্মাণ হয়েছে একটা, 
দুটো নরম মনের ভালোবাসাবাসি রয়েছে 
আর 
প্রেমপিয়াসু নিস্তব্ধতা।
 
                       গীতাঞ্জলী রায়