Information

Roop O Nei Roopkothao Nei

Biren Achariya


অগ্নি নামে চাঁদের পিঠে এ তো কল্প কথা নয় 
রূপকথা সব ঘুমিয়ে গেছে বিজ্ঞান কথা কয়।
সভ‍্যতা আজ এগিয়ে কত শিশুর পিঠে বই
কেরিয়ার তৈরীর ইঁদুর দৌড় কলকলানি কই ? 
দাদু-ঠাম্মা আজ কত পর এই একক পরিবারে 
আমার ছবি সর্বত্র,স্ট‍্যাটাস আজ টুটি টিপে ধরে ।
দাদু নেই, ঠাম্মা নেই, নেই গল্প দাদুর আসর 
সোনার কাঠি, রুপোর কাঠি, রাজকন‍্যার ঘর। 
ব‍্যাঙ্গমা আজ কয় না কথা রূপকথারই গাছে 
ব‍্যাঙ্গমীও বাড়ায় না মুখ শোনেও না কেউ পাছে।
বেতাল শুধু গাছেই ঝোলে বিক্রমাদিত‍্য কই
দাদুর কোল শূন‍্য আজ আর নাতির পিঠে বই ।
রাক্ষস খোক্কস, ব্রহ্মদৈত‍্য দেখায় না আর ভয় 
মণিমালা, কিশোর আলো ধুলোর মাঝে রয় । 
পক্ষীরাজ, রাঙাঘোড়া আর সেই দুখিনী মা 
সব যুগের কাছে পরাজিত কেউ কথা বলে না।
সভ‍্যতার আজ কত রূপ তবু নেই শিশুর কথা 
নটে গাছটা মুড়িয়ে গেছে গল্পের বুকে ব‍্যথা ।