Information

Sadhinota




পাঠ্যসূচিতে একদিন পড়েছি গভীর মনসংযোগে--------
" স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে  , কে বাঁচিতে চায়  "  ।
আজ রঙ্গলালের কাঙ্ক্ষিত স্বাধীনতা-------
আমরা উপভোগ করি  ।
সব সুন্দর ,
অনিন্দ্য সুন্দর  ।
তবুও মাঝে মাঝে ভয়ঙ্কর করাল গ্রাসে যেন স্বাধীনতার দম বন্ধ হয়ে আসে  ।
স্বাধীনতা কি শুধুই তোমার  !
আমি কি শুধুই পরিযায়ী অতিথি  !
আমার বেলায় লম্বা লাইন  ,
তোমার রাস্তা খালি  ।
আমি খাবো শুধু পোকা ধরা চাল  ,
তুমি খাবে বিরিয়ানি  ।
আমরা ঝুলবো বাদুড়ের মতো বাসে-ট্রামে-ট্রেনে-লঞ্চে ,
তুমি দু-পা যাবে A.C গাড়ি চেপে হুটার দুদিকে বাজিয়ে  ।
এ পোড়া দেশে মন্দির হবে  ,
মসদিজ জমি পাবে  ,
কবে দেখবো অনশন হবে গির্জা করার দাবিতে  ।
প্রয়োজন হলে ভেঙে ফেলো স্কুল-কলেজ-হাসপাতাল  ।
তবুও ধর্ম  !
মরুক মানুষ  ,
তাতে ক্ষতি কি  !
আমি থাকি রসে বশে  ।।