Information

Swargo




কবিতা 
 
 
 
যেমন জোছনা দোল খায় রাত্রির কোলে, 
ঝর্ণা তোলে আনন্দের হিল্লোল পাহাড়ের বুকে 
নদী নেয় নিশ্চিন্ত নির্ভয় আশ্রয় সাগ‍রে; 
তুমিও যে ঠিক সেই  সসাগরা 
আজন্মের নিরাপদ আশ্রয়।
কু সন্তান যদি বা হয় 
কু মাতা তো কভু নয়, 
বক্ষসুধা উজার করা স্নেহ, ভালোবাসা 
রাত্রি শেষের ভোরের বন্দনা; 
তবু তো করি না স্তব, আরাধনা । 
সন্তানের সাফল‍্যেই মায়ের আনন্দ , 
কৃতিত্বেই মধুর হাসি ; 
এসো সেই স্বর্গটা খুঁজি 
যেটা আছে জননীর চরণতলে যুগ যুগ ধরে।