Information

Tobu o kabbiyi

Biren Achariya


কর্ম নদীতে ভাটা, জোয়ার চলছে পেটের খিদেয় ; 
হাজারো শিশুর অন্তরে ঘুমিয়েই থাকে শিশুর পিতা অনাদরে , ঘৃণায়, অবহেলায় । 
বিধাতা কি সত‍্যিই লেখে ললাট লিখন 
দাসত্বের  আঁতুর ঘরে ?
মাথার ওপর রাতের আকাশে তারাদের হাত ধরে 
নামে ঘুম, তবু আসে না দু চোখের পাতায়;
হায়নারা দেখে যায় খাবার মত হতে আর কত বাকি ? 
ফুটপাতই অবহেলার রাজপ্রাসাদ।
হোটেলে , দোকানে শৈশবটা বিক্রি হয়, 
ফেলে দেওয়া ভাঙা শিশি , বোতলে 
ভোরের সূর্যিটা জীবন খোঁজে ওদের সাথে পথে ।
জন্ম পরিচয় ঢাকে জন্ম নক্ষত্রহীন অশ্লেষায়,
সভ‍্যতার মঘায় রাণুর কথামালা;
নেতাদের আবৃত্তি চিরকাল শিশুদিবসে -
" এ বিশ্বকে শিশুর বাসযোগ‍্য করে যাব আমি 
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার "; 
অবহেলার সূর্য ওঠে, সূর্য ঢোবে -
ঝড় ওঠে না কালীদহে;
সভ‍্যতা কিন্তু ঠিক এগিয়ে যায় পান চিবোতে চিবোতে।